Advertisement

Responsive Advertisement

আগরতলার জগন্নাথ বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হলো হোলি উৎসব

আগরতলা, ২৬ মার্চ : হোলির আনন্দে মাতোয়ার রাজধানী আগরতলা শহর রাজ্যের ব্যাপক অংশের মানুষ। দু'দিন ধরে রাজধানী আগরতলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় হোলি উৎসব চলছে। সাধারণত প্রতিবছর তৃতীয় অনুসারে প্রথম দিন হয় দোল পূর্ণিমা তার পরের দিন পালন করা হয় হোলি উৎসব। কিন্তু এবছর বিশুদ্ধ পঞ্জিকা মতে সোমবার দুপুরের পর দোল পূর্ণিমার তিথি ছেড়ে যায়, তাই অনেকেই দুপুর থেকে রং খেলায় মেতে উঠেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও সোমবার এই উপলক্ষে ছুটি দেওয়া হয়েছিল। অনেকেই এই দিন রং খেলায় শামিল হলেও প্রচলিত রীতি অনুসারে দোলের পরের দিন অর্থাৎ মঙ্গলবারও রং খেলায় মেতে থাকেন। সেদিন জগন্নাথ বাড়ি মন্দিরেও সাড়ম্বরে রং খেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই আনন্দে শামিল হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ