Advertisement

Responsive Advertisement

ARC-র আলুর আবাদকে কেন্দ্র করে খোয়াইকে মাঠ দিবস অনুষ্ঠিত

খোয়াই, ৩ মার্চ : খোয়াইতে অনুষ্ঠিত হলো মাঠ দিবস। এ আর সি পদ্ধতির আলু চাষকে কেন্দ্র করে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত গনকি এগ্রি সেক্টরের উদ্যোগে হয় দিবসটি। পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের কৃষি আধিকারিকদের পাশাপাশি স্থানীয় এলাকার কৃষকরাও উপস্থিত ছিলেন। মূলত প্রথাগত আলু চাষের তুলনায় সম্পূর্ণ নতুন এ আর সি পদ্ধতির চারা দিয়ে আলু চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় যা আর্থিক ভাবে অধিক লাভবান জনক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। তাই চাকরীরা যাতে এই পদ্ধতিতে আলু চাষে আগ্রহ প্রকাশ করেন এর জন্য মাঠ দিবসের আয়োজন করা হয়। চাষীরাও আলুর আকার ও ফলন দেখে উৎসাহ দেখান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ