Advertisement

Responsive Advertisement

চুরি যাওয়া বারটি মোবাইল ফোন উদ্ধার করে দিল কৈলাসহর থানার পুলিশ

কৈলাসহর, ৩ মার্চ : বিভিন্ন সময়ে হারিয়ে ও চুরি যাওয়া ১২ জনের মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কৈলাশহর থানার পুলিশ। রবিবার মোবাইল গুলো তুলে দেয় মালিকদের হাতে। ২০২১ সাল, ২০২২ সাল ২০২৩ সাল এবং ২০২৪ সালে বিভিন্ন সময়ে সেই মোবাইল গুলি হারিয়ে যায়। পরবর্তী সময়ে মোবাইল গুলির মালিক কৈলাশহর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পাশাপাশি কৈলাশহর থানার ASI মতিলাল মালাকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। তিনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হন। ২০২৩ সালে প্রায় ১০০ টি হারিয়ে যাওয়া মোবাইল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ধার করতে সক্ষম হয় কৈলাশহর থানার ASI মতিলাল মালাকার। ২০২৪ সালে বারটি হারিয়ে যাওয়া মোবাইল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ধার করে কৈলাশহর থানার এএসআই মতিলাল মালাকার।
বলাবাহুল্য যে যেদিন থেকে কৈলাশহর থানায় এসআই মতিলাল মালাকার এসেছেন সেদিন থেকেই একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে কৈলাশর থানার পুলিশ। মদ বিরোধী অভিযান থেকে শুরু করে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা সহ একাধিক সাফল্যের পেছনে ASI মতিলাল মালাকারের ভূমিকা ছিল অপরিসীম। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় কৈলাশহর থানার পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত ভাবে জানান কৈলাশহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ