Advertisement

Responsive Advertisement

প্রথমবার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে মন কি বাত শোনার আয়োজন মহারাজগঞ্জ বাজারে

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: রবিবার সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১০ তম মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন প্রথমবারের মতো মহারাজগঞ্জ বাজারে মন কি বাত অনুষ্ঠান শোনার কার্যক্রম করা হয়। মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি এস সি মোর্চার তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠান শোনার কার্যক্রমে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ এস সি মোর্চার সভাপতি অরবিন্দ দাস, মহারাজগঞ্জ বাজার মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি সুবীর দাস, মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক ভবতোষ দাস সহ অন্যান্যরা।
এস সি মোর্চার সভাপতি অরবিন্দ দাস, সংবাদ বন্টনকে জানান প্রথমবারের মতো মহারাজগঞ্জ বাজার মৎস ব্যবসায়ী সমিতির উদ্যোগে মন কি বাত অনুষ্ঠান শোনার কার্যক্রমের আয়োজন করা হয়। আগামী দিনের সারা রাজ্যের প্রতিটি মৎস্য বাজারে এই অনুষ্ঠান শোনার আয়োজন করা হবে। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত বহু ব্যবসায়ী এদিনের এই কার্যক্রম শোনার জন্য উপস্থিত ছিলেন। তারা সকলের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কথা মনোযোগের সঙ্গে শুনেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য প্রধানমন্ত্রী যেসকল কাজ করছেন এবং মানুষের জন্য যেসব বার্তা দিচ্ছেন তা শুনে তারা আপ্লুত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ