সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের রানী বাড়ি দক্ষিণ লাইন এলাকার বাসিন্দা কুস আকুরা ওরফে ছঠেলের বাড়িতে এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে খবর পেয়ে কদমতলা থানাধীন রানিবাড়ি এসপিও ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় মুন্ডা তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। পৌঁছে দেখতে পান কুস আকুরা ওরফে ছঠেলের ছেলে সহ সহযোগী আত্মীয়রা মিলে একই গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা অনুপ দাস (২৭)কে বিবস্ত্র করে বেধড়ক ভাবে মারধর করছে।আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে খবর দেন বজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকা ১০২এম্বুলেন্সে। তৎক্ষণাৎ এম্বুলেন্স ঘটনাস্থলে পৌছলে গুরুতর ভাবে আহত যুবককে নিয়ে যাওয়া হয় ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এদিকে আহত যুবক বর্তমানে গুরুত্বর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে এই ঘটনা সাথে অভিযুক্ত চারজনকে আটক করেছে কদমতলা থানার পুলিশ বলে জানিয়েছেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। গোটা ঘটনায় রানিবাড়ি দক্ষিণ লাইন এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছ অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের। এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সাতটা নাগাদ কদমতলা থানায় ছুটে আছেন উত্তর জেলায় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন যথাক্রমে কোশ আকুরা (৫০) পিতা মৃত গনেশ আকুরা, লব আকুরা (৫০) পিতা মৃত গনেশ আকুরা,পান্না আকুরা (১৮) পিতা কোশ আকুরা, সমরজিৎ আকুরা (২৪) পিতা সাধন আকুরা।
0 মন্তব্যসমূহ