Advertisement

Responsive Advertisement

বইমেলায় এসে অসুস্থ হওয়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে বিজেপির ডক্টরস্ সেল


আগরতলা, ২৬ফেব্রুয়ারি: অন্যান্য বছরের মত এবছরও বই মেলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির ডক্টর সেলের উদ্যোগে বইপ্রেমীদের সুবিধার কথা চিন্তা করে মেডিকেল হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখান থেকে মানুষদেরকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে। বইমেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা নিজ হাতে তাদের এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডক্টর ছেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ব্লাড প্রেসার পরীক্ষা করে দেওয়া হয়। বইমেলায় আসা বহু মানুষ তাদের দল থেকে চিকিৎসা পরিষেবার নিচ্ছেন বলে জানান বিজেপির ডক্টরস্ সেলের কনভেনার ডা সুশান্ত রায়।
রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে ৪২ তম বইমেলা। বইমেলায় এসে হঠাৎ করে কোন ধরনের শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের যাতে চিকিৎসা পরিষেবা পেতে কোন ধরনের অসুবিধে না হয় তার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির ডক্টরস্ সেলের পক্ষ থেকে বইমেলায় রয়েছে জরুরী চিকিৎসা পরিষেবার ব্যবস্থা। বইমেলার দিনগুলোতে যাতে বইমেলায় এসে কারোর যদি কোন ধরনের শারীরিক অস্বস্তি বোধ হয় তাহলে অবশ্যই ডক্টরস্ সেলের উদ্যোগে জরুরী চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকে প্রাথমিক পরিষেবার ব্যবস্থাপনা দেওয়ার হয়েছে। ডক্টরস্ সেলের কনভেনার ডা সুশান্ত রায় জানিয়েছেন ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কেউ যদি শারীরিক ভাবে কোন অস্বস্তি বোধ করে তারা পরিষেবা গ্রহণ করতে ডক্টরস সেলের জরুরী চিকিৎসা পরিষেবা কেন্দ্রে ছুটে আসছে। প্রাথমিক ভাবে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন সেগুলো করা হয় এবং সচেতনতা মূলক পরামর্শ চিকিৎসকদের তরফে প্রদান করা হচ্ছে। প্রত্যেকদিনই রুটিন করে চিকিৎসকরা এই পরিষেবা কেন্দ্রে উপস্থিত থেকে পরিষেবা প্রদান করছেন। ব্লাড প্রেসার পরিমাপ থেকে শুরু করে ডিহাইড্রেশন জনিত সমস্যা কিংবা হাইপারটেনশন সকল বিষয়েই চিকিৎসকরা পরামর্শ প্রদান করছেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে যারাই বইমেলায় বিভিন্ন স্টল নিয়ে এসেছেন তারাও চিকিৎসা জনিত পরিষেবা গ্রহণ করার জন্য এই চিকিৎসা পরিষেবা কেন্দ্রে ছুটে আসছেন এবং উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কেও জনসচেতনতা করার ব্যবস্থাপনাও এই জরুরী পরিষেবা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডক্টর সেলের এই হেল্প ডেস্কে ডাঃ সুশান্ত রায় ছাড়া ডা. অর্জুন দাস, ডাঃ অনিন্দিতা রায়, ডাঃ শুভঙ্কর ভৌমিক, ডাঃ অর্ণব সাহা, ডাঃ বিধান দাস, ডাঃ, সুদীপ বিশ্বাস ও অমিত নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এভাবে প্রতিদিন রুটিন করে ডাক্তাররা বসছেন এবং মানুষদের পরিষেবা দিচ্ছেন। শুধুমাত্র বইমেলায় নয় সারা বছর নানা জায়গায় এমনকি রাজ্যের প্রত্যন্ত এলাকাতে গিয়েও তারা মানুষদের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ