আগরতলা, ২১ নভেম্বর: আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজিওনের ত্রিপুরা সেন্টারের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “পাহাড়ি অঞ্চলে টেকসই চাষের লক্ষ্য: ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করতে লাভজনকতা ও পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্ভাবন” সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত কৃষি–ভিত্তিক প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজধানী সংলগ্ন নাগীছড়া এলাকার স্টেট হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেশন (এসএইচআরএস)।
দুই দিনের এই অনুষ্ঠানে দেশ–বিদেশের প্রখ্যাত কৃষিবিজ্ঞানী, গবেষক, নীতিনির্ধারক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পাহাড়ি অঞ্চলে টেকসই কৃষি, লাভজনক উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে উত্তর–পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল নতুন সংকটের মুখোমুখি। তাই উদ্ভাবনী প্রযুক্তি, মাটির স্বাস্থ্য উন্নয়ন, জৈব ও প্রাকৃতিক কৃষি সম্প্রসারণ, ক্ষুদ্র কৃষকের আয়ের নিরাপত্তা এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব বাড়ানো জরুরি।
সম্মেলনে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, কনজারভেশন অ্যাগ্রিকালচার, উচ্চমূল্যের পাহাড়ি ফসলের আধুনিক চাষাবাদ, পানি সংরক্ষণ পদ্ধতি, পাহাড়ি এলাকার উপযোগী স্মার্ট কৃষিযন্ত্র এবং ডিজিটাল কৃষি ব্যবস্থাসহ নানা উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
আইসিএআর–এর আধিকারিকরা বলেন, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলন শেষে এসএইচআরএস–এর প্রতিনিধিদের হাতে বিজয়ের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। কৃষক প্রতিনিধি ও গবেষকদের মতে, পাহাড়ি অঞ্চলে টেকসই কৃষি চর্চা শুধু উৎপাদন বাড়াতে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত স্থিতিশীলতাও নিশ্চিত করতে সহায়ক হবে।
0 মন্তব্যসমূহ