Advertisement

Responsive Advertisement

বৃহস্পতিবার রাজ্য জুড়ে কংগ্রেস দলের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত


আগরতলা, ২৮ ডিসেম্বর : প্রতি বছরের মতো ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এবছর ১৩৯ তমপ্রতিষ্ঠা দিবস। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও যথা যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। এদিন সকালে রাজধানী আগরতলার কংগ্রেস ভবনের সামনে ভারতের জাতীয় পতাকা, কংগ্রেস দলীয় পতাকা সহ অন্যান্য শাখার সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতৃত্বদের পুষ্পার্ঘ অর্পণ করেন সকলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, বিধায়ক গোপাল রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, সহ সভাপতি শাহজাহান ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 এরপর উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীরা মিলে রেলি করে গান্ধী ঘাট এলাকায় গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক কংগ্রেস কমিটির তরফেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ