Advertisement

Responsive Advertisement

শিশু শ্রমিক দিয়ে একটি সুপারি কারখানা চালাচ্ছে মুহুরীপুরের এক অসাধু ব্যাবসায়ী?

শান্তিরবাজার, ৩০ নভেম্বর : শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর এলাকায় সুপারি সংগ্রহ করে সেগুলিকে ছাল ছাড়িয়ে বিভিন্ন প্রকারের প্রসেসিং করে বহিঃরাজ্যে প্রেরন করা হয়। এই কাজের জন্য ফেক্টরির মালিক ৮ থেকে ১০ পরিবারের সদস্যদের আসাম থেকে নিয়ে আসে বলে জানা যায়। এই পরিবারের মধ্যে অনেকগুলি ছোট ছোট শিশু রয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে। যাদের এখন বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই সকল ছেলে মেয়েদের দিয়ে ফেক্টরিতে কাজ করানোর অভিযোগ উঠে আসছিলো।
ঘটনা স্থলে গিয়ে এই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়। দেখা যায় ১৮ বছরের নিচে কিছু ছেলে মেয়ে কাজ করছে। ফেক্টরিতে গিয়ে মালিকে খুঁজে পাওয়া যায়নি। জানা যায় মুহুরিপুরের বাসিন্দা সুভাষ মজুমদার নামে এক ব্যক্তি এই ফেক্টরি চালাচ্ছেন। গুঞ্জনে শুনা যাচ্ছে এই ফেক্টরি চালানোর জন্য কোনো প্রকার বৈধ কাগজপত্রও নেই। খাদ্য দপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়া এই কারখানা চলছে বলে জানা যায়। এখন দেখার বিষয় শিশুদের দিয়ে শ্রমকরার অপরাধে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ