Advertisement

Responsive Advertisement

শান্তির বাজার দ্বাদশ্রেনী বিদ্যালয় মাঠে শুরু হল ১৪দিন ব্যাপি রাজ্য ভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলা

শান্তিরবাজার, ৩০ নভেম্বর : শান্তির বাজার দ্বাদশ্রেনী বিদ্যালয় মাঠে হল রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা। এই এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন ত্রিপুরা সরকারের জন জাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দের্বমা। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে বক্তারার হস্ততাঁত শিল্পের বিভিন্ন দিকগুলো সম্পর্কে কিছু বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। রাজ্য সরকার কি ভাবে হস্ততাঁত শিল্পের মাধ্যমে লোক জনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে পারে তা নিয়ে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা। শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এই বছর মেলাটি দ্বিতীয় বছরে পদার্পন করেছে। ১৪ দিনব্যাপী চলবে এইমেলা। মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ততাঁত শিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে লোকজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ