জুলাইবাড়ি, ৫ নভেম্বর : আইপিএফটি দলের জুলাইবাড়ি কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় রবিবার। কোয়াইফাং এলাকায় আয়োজিত এই যোগদান সভায় ১১পরিবারের মোট ৩৭ জন ভোটার দলে যোগদান করেন। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের পাশাপাশি নিজ এলাকাতে প্রতিনিয়ত উন্নয়ন মূলক কাজ করছেন, তাই দিন দিন তার নিজ বিধানসভা এলাকায় আইপিএফটি'র শক্তি বৃদ্ধি পাচ্ছে।
২০১৮সালের নির্বাচনের তুলনায় ২০২৩সালের নির্বাচনে আইপিএফটি কিছুটা দুর্বল হয়েছিল। কিন্তু এখন নতুন করে দলকে আবার মজবুত করার জন্য কাজ করছেন মন্ত্রী শুক্লা চরণ। এর ফল ইতিমধ্যে দেখা যাচ্ছে। এর অংশ হিসেবে এদিন দলের জুলাইবাড়ি কমিটির উদ্যোগে কোয়াইফাং এলাকায় সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বিভিন্ন দল ছেড়ে ৩৭ জন ভোটার আইপিএফটিতে আসেন। মন্ত্রী নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতিতে সামিল হতে সবাইকে আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ