Advertisement

Responsive Advertisement

অসহায় দরিদ্র পরিবারের পাশে শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা

বিশ্বের মজুমদার, শান্তিরবাজার, ৫ অক্টোবর : শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশান সবসময় নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। এরইমধ্যে শান্তির বাজারে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশানের সদস্যরা। বিশ্বজিৎ কর্মকার শান্তিরবাজারের একজন সমাজসেবী ছিলেন। তিনি অল্পবয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছোট্ট একটি দোকানের মাধ্যমে পরিবার পালন করতেন।
বর্তমান সময়ে পরিবারের হালধরতে উনার সহধর্মীনি এই দোকানটা চালাচ্ছেন। উনার একটি কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দারালো শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা। উনারা নগদ ২৫ হাজার টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিলো। কনট্রাকটার এসোসিয়েশান এর কাছ থেকে এই সাহায্য পেয়ে খুশি পরিবারের লোকজনেরা। শান্তিরবাজার কনট্রাকটার এসোসিয়েশানের এই ধরনের উদ্দ্যোকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ