Advertisement

Responsive Advertisement

সোনামুড়ার জুমেরঢেপা এলাকায় ব্রাউন সুগারসহ এলাকাবাসীর হাতে আটক এক

মুমিনুল হক, সোনামুড়া, ৫ নভেম্বর : সোনামুড়া মহকুমার বৈরাগী বাজার জুমেরঢেপা এলাকায় ব্রাউন সুগারসহ এলাকাবাসীর হাতে আটক এক নেশাকারবারী। রবিবার দুপুর বারোটায় তুলে দেওয়া হলো মেলাঘর থানা পুলিশের হাতে। দীর্ঘদিন যাবত বৈরাগী বাজার জুমেরঢেপা এলাকায় নাজির হোসেন পিতার নাম আতুল মিয়া নামে এক নেশাকারবারী প্রতিনিয়ত এলাকার যুবকদের কাছে ব্রাউন সুগার বিক্রি করে যাচ্ছেন এবং যুবকদের বিভিন্নভাবে নেশায় আসক্ত করে তুলছেন। এলাকার জন প্রতিনিধিরা কয়েকবার নেশাকারবারী নাজির হোসেনকে বলে দিয়েছেন এলাকায় যেন এই সমস্ত নেশা জাতীয় সামগ্রী বিক্রি না করে যুবকদের কাছে। কিন্তু এলাকাবাসীর সেই কথা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে যাচ্ছেন ।রবিবার দুপুরে এলাকাবাসীর হাতে নাতে নেশাকারবারীকে চারটি ব্রাউন সুগারের কন্টেনার এলাকার যুবকদের কাছে বিক্রি করার সময় হাতেনাতে আটক করেন।জানাযায় সেই নিজে ও ব্রাউন সুগার সেবন করে যায় প্রতিনিয়ত। পরবর্তী সময়ে এলাকাবাসী তাকে আটক করে খবর দেয় মেলাঘর থানায়। মেলাঘর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর হাতে আটক ৪টি ব্রাউন সুগারের কন্টেনারসহ নেশা কারবার নাজির হোসেনকে মেলাঘর থানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ