Advertisement

Responsive Advertisement

ডিজিটাল কেবল টিভি শো ২০২৫-এ কলকাতায় টেরাব্যান্ড নেটওয়ার্কের সাশ্রয়ী ব্রডব্যান্ড + এইচডি আইপিটিভি কম্বোর উদ্বোধন



কলকাতা, ১৯ ডিসেম্বর : ত্রিপুরা রাজ্যের ডিজিটাল সংযোগ ও ঘরোয়া বিনোদনের ক্ষেত্রে এক অত্যন্ত আশাব্যঞ্জক খবর। ত্রিপুরায় নিবন্ধিত এবং বেঙ্গালুরুতে কর্পোরেট অফিস থাকা প্রযুক্তিনির্ভর সংস্থা টেরাব্যান্ড নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড মাত্র ৩৪৯ টাকা মাসিক থেকে ভারতের অন্যতম সাশ্রয়ী ব্রডব্যান্ড + এইচডি আইপিটিভি কম্বো পরিষেবা চালু করেছে। এই পরিমাণ প্রায় সেই খরচের সমান, যা বর্তমানে অনেক পরিবার সাধারণ এসডি কেবল টিভি দেখার জন্য ব্যয় করে থাকে।
এই নতুন উদ্যোগের ফলে গ্রাহকরা এখন একই দামে বা তার থেকেও কম খরচে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি এইচডি আইপিটিভি পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই মূল্যের মধ্যেই লাস্ট-মাইল ডেলিভারি পার্টনারদের লাভের অংশ অন্তর্ভুক্ত রয়েছে, ফলে এই মডেলটি যেমন গ্রাহকদের জন্য লাভজনক, তেমনই লোকাল কেবল অপারেটরদের (LCO) কাছেও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মে স্থানীয় ও আঞ্চলিক চ্যানেলও উপলব্ধ থাকায় দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। সাধারণ কেবল টিভির মতোই ব্যবহারযোগ্য এই সিস্টেমটি এতটাই সহজ যে সব বয়সের মানুষই অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন।
যাঁরা অনলাইন বিনোদনে আগ্রহী, তাঁদের জন্য টেরাব্যান্ড নেটওয়ার্ক নামমাত্র খরচে ও বিশেষ ছাড়ে বান্ডেলড ওটিটি পরিষেবাও প্রদান করছে। আমাদের সমীক্ষা অনুযায়ী, ফিচার, সুবিধা ও মূল্যের দিক থেকে তুলনা করলে এই কম্বো প্যাকেজগুলি বর্তমানে ভারতবর্ষের ১ নম্বর ।
এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ডিজিটাল কেবল টিভি শো ২০২৫-এর ২৬তম সংস্করণে, যা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ (মিলন মেলা)-এ। পরিষেবাটি চালু হয়েছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন সংস্থা)-এর রেলওয়্যার নেটওয়ার্কে। বর্তমানে এই পরিষেবা পশ্চিমবঙ্গ ও অসমে উপলব্ধ, এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে পূর্ব ভারতের সমস্ত রাজ্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সারা ভারতজুড়ে পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই বিষয়ে টেরাব্যান্ড নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা শ্রী রাজত পাল এবং শ্রী কুমারাভেল মুথুসামি জানান, গত সাত বছর ধরে টানা পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফলেই আজ এই প্ল্যাটফর্ম এই পর্যায়ে পৌঁছেছে। তাঁরা আরও জানান, ব্যাকএন্ডে ব্যবহৃত সম্পূর্ণ প্রযুক্তি ও প্ল্যাটফর্ম সংস্থার নিজস্ব টিমই তৈরি করেছে। পাশাপাশি অদূর ভবিষ্যতে আরও একাধিক অ্যাড-অন পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে, যা লোকাল কেবল অপারেটর এবং গ্রাহক—উভয়ের কাছেই বাড়তি সুবিধা এনে দেবে।
উল্লেখযোগ্যভাবে, ডিজিটাল কেবল টিভি শো ২০২৫ হলো ভারতের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী বি-টু-বি ট্রেড শো, যেখানে ডিজিটাল কেবল টিভি, ব্রডব্যান্ড ও ওটিটি পরিষেবা নিয়ে আলোচনা ও প্রদর্শনী হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রী সুভাষ আগরওয়ালা, ন্যাশনাল এক্সিকিউটিভ চেয়ারম্যান, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)।
কলকাতাভিত্তিক কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (CTMA)-এর উদ্যোগে আয়োজিত এই তিনদিনের বি-টু-বি মেগা ইভেন্টটি চলবে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন-সাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে সাধারণ দর্শকরাও এই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। আয়োজকদের মতে, তিনদিনে এই অনুষ্ঠানে প্রায় এক লক্ষেরও বেশি দর্শক ও শিল্প প্রতিনিধির সমাগম ঘটবে।
এ বছরের অনুষ্ঠানটি আরও বিশেষ, কারণ এটি ভারতীয় কেবল ও ব্রডকাস্টিং শিল্পে CTMA-র ৩০ বছরের অবদান উদযাপন করছে। ছোট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ সারা সার্ক (SAARC) অঞ্চলের সবচেয়ে বড় ডিজিটাল কেবল ও ব্রডব্যান্ড প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা ভারতীয় টেলিভিশন ও ডিজিটাল পরিষেবার অভাবনীয় অগ্রগতির প্রতিচ্ছবি।
এই প্রদর্শনীতে ৯০টি স্টল ও ৪৬টি প্যাভিলিয়নে মোট ৯০ জন প্রদর্শক অংশগ্রহণ করছেন, যেখানে আধুনিক প্রযুক্তি, পণ্য, সমাধান ও পরিষেবার প্রদর্শন হচ্ছে। ভারত ও সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে আগত শিল্প প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি ডিজিটাল কেবল, ব্রডব্যান্ড ও ওটিটি খাতে কলকাতার গুরুত্ব আরও একবার প্রমাণ করছে।
ডিজিটাল কেবল টিভি শো ২০২৫-এর মতো এক মর্যাদাপূর্ণ মঞ্চে টেরাব্যান্ড নেটওয়ার্কের সাশ্রয়ী ব্রডব্যান্ড + এইচডি আইপিটিভি কম্বোর উদ্বোধনকে সাধারণ মানুষের কাছে উন্নত ও আধুনিক ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ