আগরতলা, ৫ ডিসেম্বর: শুক্রবার নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, লামডিং বিভাগের ডিআরইউসিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতা সুজিত রায়। ত্রিপুরার রেল যোগাযোগ ও যাত্রীসুবিধা আরও উন্নত করার লক্ষ্যে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
বৈঠকে সুজিত রায় প্রথমেই আগরতলা–দিল্লি রাজধানী এক্সপ্রেসের ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান। বর্তমানে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় এই ট্রেন পর্যাপ্ত পরিষেবা দিতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।
আগরতলা রেল স্টেশনের ভিড় সামলাতে অতিরিক্ত ফুট ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি দুইটি অবাবরণযুক্ত প্ল্যাটফর্ম শেড নির্মাণের দাবি তোলেন তিনি। বর্ষাকালে যাত্রীদের ভোগান্তি কমাতে এই শেড জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।
ত্রিপুরার অন্যতম ব্যস্ত স্টেশন জগন্নাথনগর স্টেশনকে "ডি" ক্যাটাগরি থেকে "বি" ক্যাটাগরিতে উন্নীত করার প্রস্তাবও বৈঠকে তোলেন সুজিত রায়। তার বক্তব্য অনুযায়ী, স্টেশনে যাত্রীসমাগম দ্রুত বাড়ছে, তাই স্টেশনটির মানোন্নয়ন অত্যন্ত প্রয়োজন।
এছাড়াও তিনি জিরানিয়া স্টেশনে গুডস ইয়ার্ডের শেড মেরামত এবং স্টেশনের অভ্যন্তরীণ রাস্তার সংস্কারের বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধানের অনুরোধ জানান।
ধর্মনগর স্টেশনে চলমান এস্কেলেটর ও লিফট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা এবং প্ল্যাটফর্ম-লেভেল শেড নির্মাণের দাবি তোলেন তিনি, যাতে যাত্রীসুবিধা আরও বৃদ্ধি পায়।
বৈঠকটি পরিচালনা করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। তিনি আশ্বস্ত করেন যে সুজিত রায়ের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ত্রিপুরার রেল পরিষেবা ও যাত্রীসুবিধা উন্নত করতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ