আগরতলা, ৬ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তের কৃষি আধিকারিকরা কৃষকদের নিয়ে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন, এর ফলস্বরূপ রাজ্যের কৃষকদের আয় দিগুন তিন গুণ হয়েছে। মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শনিবার একই দিনে পৃথক পৃথক তিনটি কর্মসূচির আয়োজন করলেন জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস।
এদিনের প্রথম কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কৃষি মহকুমার অন্তর্গত কৈয়াচান্দবাড়ি এলাকার। এই এলাকার স্থানীয় কৃষক চন্দ্র কুমার দেববর্মার এক হেক্টর জমিতে গম বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সামাজসেবী বুধু কুমার দেববর্মা, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস, জিরানিয়ার কৃষি সেক্টর অফিসার মৌসুমি রিয়াং সহ অন্যান্যরা।
এদিনের দ্বিতীয় কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মজলিশপুর কৃষি মাঠে। এখানে তেলবীজ ও ডাল ফসলের চাষাবাদ বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস, ত্রিপুরা কৃষি কলেজ'র সহকারী অধ্যাপক ড. উৎপল গিরি, জিরানিয়া কৃষি সেক্টর অফিসার মৌসুমি রিয়াং, মজলিশপুর কৃষি সেক্টর অফিসার রঞ্জিত দেবনাথ প্রমুখ।
এদিনের তৃতীয় কর্মসূচিটি ছিল এআরসি আলু বীজ বপন। মজলিশপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ রুদ্র পালের কৃষি মাঠে আলুর বীজ বপন করা হয়। উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস সহ অন্যান্য কৃষি আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ