Advertisement

Responsive Advertisement

রাজ্যের সব কটি পার্ক ঢেলে সাজানো হবে: বনমন্ত্রী




আগরতলা, ১৭ ডিসেম্বর : রাজ্যের সব কটি পার্ক মেরামতের মাধ্যমে সুন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বুধবার রাজধানীর হেরিটেজ পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বনদপ্তরে ১৬৭ জনের নিয়োগের কথাও জানান বনমন্ত্রী।
প্রয়োজনীয় সংস্কারের অভাবে রাজ্যের একাধিক পার্ক হতশ্রী অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই এগুলির সংস্কার সাধন করা হচ্ছে না। অবিলম্বে সব কটি পার্কের সংস্কার করে সুন্দরভাবে সাজানো হবে। বুধবার রাজধানীর হেরিটেজ পার্ক পরিদর্শনে গিয়ে এই কথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন হেরিটেজ পার্ক পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন বনদপ্তরের মুখ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। তিনি গোটা পার্কটি ঘুরে দেখেন ।পরে সাংবাদিকদের সামনেই আগামী ছয় মাসের মধ্যে হেরিটেজ পার্কে আধুনিক টয়লেট ব্যবস্থা, বাউন্ডারি ওয়াল মেরামত, বিভিন্ন স্ট্যাচু নির্মাণ, ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য বনদপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন বনমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান ,বলা হচ্ছে রাজ্যে বন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু বন রক্ষা করতে গিয়ে বন কর্মীরা যে বিপদের সম্মুখীন সেই খবর কেউ রাখছেন না। তিনি আরো জানান, বন রক্ষায় ৪০০ জন টিএসআর চেয়েছিলেন তিনি। এই টিএসআর দেওয়া হচ্ছে না। অস্ত্রের জন্য ak-47 রাইফেল চেয়েছিলেন। মন্ত্রী জানান, তাকে বলা হয়েছে এসএলআর দিয়ে কাজ চালিয়ে নিতে। তিনি আরো বলেন ,একদিকে কর্মীর অভাব এবং অন্যদিকে অস্ত্রের অভাবের কারণেই বনদস্যুদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। বনদস্যুদের কিরনে সবুজায়ন ধ্বংস হোক এটা তিনি কোনো মতেই চান না বলে জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
এদিন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আরো জানান, কিছুদিনের মধ্যেই বনদপ্তরে ১৬৭ জন নিয়োগ করা হবে। আরও ১৯৪ জন গার্ড নিয়োগের প্রক্রিয়া এর মধ্যেই সমাপ্ত হয়েছে। এর জন্য বোর্ড গঠন করা হয়েছে। কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে ।আমরা অর্থ দপ্তরের অনুমোদন চেয়ে ফাইল পাঠিয়েছি ।অর্থ মঞ্জুর হয়ে গেলেই সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান বনমন্ত্রী।
এদিন বনমন্ত্রীর সামনে রাজধানীর অক্সিজেন পার্ক সহ অন্যান্য পার্ক গুলির দুরবস্থার কথাও তুলে ধরেন সাংবাদিকরা। মন্ত্রী জানান, সবগুলি পার্ককেই মেরামতের মাধ্যমে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ