Advertisement

Responsive Advertisement

রাজধানীর বটতলা এলাকায় পরিবহন দপ্তরের বিশেষ অভিযান



আগরতলা, ১৭ ডিসেম্বর : যানজট নিরসন করে শহরে গতি আনতে মাঠে নামল পরিবহন দপ্তর। এদিন রাজধানীর বটতলা এলাকায় যে অটোতে গোলাপি রং  নেই সেগুলিতে অভিযান চালায় আধিকারিকরা। মোটর ভেহিকেল এক্ট অনুসারে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
গত জুন জুলাই মাসে পরিবহন দপ্তর শহর ও শহরতলির অটোগুলিতে পিঙ্ক কালারের প্রথা চালু করে। বিভিন্ন মহকুমা থেকে শহরে অটো এসে অজথা যেন যানজট সৃষ্টি না করে সেই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়। দপ্তরের নির্দেশ মেনে শহরের একাংশের অটো চালকরা তাদের গাড়ির রং পাল্টে নেন। কিন্তু এখনও বেশ কিছু অটোচালক তাদের গাড়ির রং পাল্টায়নি। এই সমস্ত অটো গুলির বিরুদ্ধে বুধবার রাজধানীর বটতলা এলাকায় অভিযানে নামে পরিবহন দপ্তর। সংশ্লিষ্ট অটোগুলিকে চিহ্নিত করে ব্যবস্থাও গ্রহণ করা হয়। এই প্রসঙ্গে পরিবহন দপ্তরের মোটর ভেহিকেল ইনস্পেক্টর জানান সংশ্লিষ্ট অটোচালকদের অনেক দিন সময় দেওয়া হয়েছে। মানবিকতার কারণে এই সময় দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বর্তমান সময়ের যে গাড়িগুলি শহরে ঢুকছে তাদের বিরুদ্ধেই এই অভিযান। এখন থেকে প্রতিদিন নিয়ম করে এই অভিযান চালানো হবে বলে জানান তিনি। মোটর ভেহিকেল ইন্সপেক্টর আরো জানান, শহরকে যানজট মুক্ত রাখাই দপ্তরের মূল লক্ষ্য।
এদিন পরিবহন দপ্তরের আধিকারিক আরো জানান, মোটর ভেহিকেল এক্ট অনুসারে সংশ্লিষ্ট গাড়িগুলি থেকে জরিমানা আদায় করা হবে। উল্লেখ্য যানজট বর্তমানে রাজধানী আগরতলায় নিত্যদিনের এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে অতিরিক্ত হারে যানবাহনের অনুপ্রবেশই এর অন্যতম কারণ। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যই পরিবহন দপ্তরের এই বিশেষ অভিযান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ