আগরতলা, ১৭ ডিসেম্বর : রাজ্যের চা শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার রাজধানীতে সারা জাগিয়ে অনুষ্ঠিত হলো রান ফর টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রী টিংকু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এবছর রান ফর টি উপলক্ষে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বুধবার আগরতলায় অনুষ্ঠিত হলো রান ফর টি প্রতিযোগিতা। ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। এই উপলক্ষে রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, টি বোর্ড অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর রমেশ লাল বৈষ্ণব, রাজ্য টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষসহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে শ্রম মন্ত্রী টিংকু রায় বলেন, চা শিল্প প্রধানত শ্রমিক নির্ভরশিল্প ।তাই শ্রমিক এবং মালিকদের স্বার্থ -দুটোকেই সমানতালে পরিচালিত করতে হবে। তবেই চা শিল্পের প্রগতি এগুবে। মন্ত্রী আরো বলেন, এতে করে শিল্পে গতি পাবে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, দেশ আত্মনির্ভর হবে।
বাইট=
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা চা শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন ।এই রান ফরটি অনুষ্ঠানটি বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শুরু হয়। পতাকা নেড়ে এর শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ।এ বছর রান ফর টি উপলক্ষে এক ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক ক্রীড়াবীদ উপস্থিত ছিলেন ।ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা উভয়-বিভাগই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৫ হাজার টাকা ,৩ হাজার টাকা এবং ২ হাজার টাকা করে প্রদান করা হয় ।এছাড়া আরও ১০ জনকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ