আগরতলা, ২৩ ডিসেম্বর : এডিসির উন্নয়ন নিয়ে মথা এবং বিজেপির তালবাহানায় ক্ষুব্ধ এডিসিবাসী ভোটে জবাব দিতে মুখিয়ে রয়েছেন। মঙ্গলবার দশরথ দেব সংস্কৃতি ভবনে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমার তৃতীয় সম্মেলনে এই কথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
সিপিআইএমের জনজাতি সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমা কমিটির তৃতীয় সম্মেলন মঙ্গলবার রাজধানীর দশরথ দেব সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক, পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। এই সম্মেলন প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ,গত সাড়ে চার বছর এডিসির ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা। এই দল আবার সরকারের অন্যতম শরিক দল, কিন্তু গত সাড়ে চার বছরে এডিসি এলাকাকে কোন স্তরে নিয়ে যাওয়া হয়েছে তা এডিসির মানুষ ভালো করে জানেন। এই অবস্থায় পাহাড়ে যখন ভোট যুদ্ধ হবে তখন বিজেপি ও মথার স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে রাজ্যবাসী তা দেখবেন। বিরোধী দলনেতা আরো জানান, বঞ্চনার জবাব দিতে এডিসির মানুষ মুখিয়ে রয়েছেন।
এদিন বিরোধী দলনেতা আরো বলেন ,এডিসির উন্নয়নের পেছনে বামফ্রন্টের অবদান গুরুত্বপূর্ণ। কারণ ৪০ বছরের বেশি সময়ের এই এডিসি প্রশাসনে ২০ বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এডিসি এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে তার সবটাই বামফ্রন্টের হাত ধরেই হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো জানান ,আসন্ন এডিসি নির্বাচনে বর্তমান সময়কার লুটের রাজত্ব অবসানকালপে সিপিআইএম দল সর্বশক্তি নিয়োগ করবে।
0 মন্তব্যসমূহ