আগরতলা, ২৩ ডিসেম্বর : অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার রাজ্য সরকারের বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলেন টেট কোয়ালিফাইড চাকরিপ্রার্থীরা। টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রীরা নীরব ভূমিকা পালন করায় তাদের আশঙ্কা আরও বেড়েছে। ২০২৪ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫ সালের ২৭ এপ্রিল টেট ওয়ান ও টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পরে দেখা যায়, টেট ওয়ান পরীক্ষায় মোট ৩৬৮ জন এবং টেট টু পরীক্ষায় ১৪৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ফল প্রকাশের পর ভেরিফিকেশন ও শংসাপত্র প্রদানের প্রক্রিয়ায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বলে অভিযোগ। অথচ এই সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কেন এই বিলম্ব, তা জানতে এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতেই এদিন ডেপুটেশন দেওয়া হয়।
চাকরিপ্রার্থীরা আরও জানান, বর্তমানে ইউজিটি (Under Graduate Teacher) পদে শূন্যপদের সংখ্যা ১৬০৬টি এবং জিটি (Graduate Teacher) পদে শূন্যপদের সংখ্যা ২৭০৩টি। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪৩০৯টি। অন্যদিকে, সদ্য প্রকাশিত টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৮৫৬ জন। ফলে নিয়োগ নিয়ে কোনও জটিলতা থাকার কথা নয় বলেই মত তাঁদের।
টেট কোয়ালিফাইড পরীক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে রাজ্য সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রীরা নীরব রয়েছেন। এই নীরবতাই তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কার অন্যতম কারণ বলে জানিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্যসমূহ