আগরতলা, ২১ ডিসেম্বর : কমিউনিস্টরা শুধুমাত্র আমাদের সমাজ সংস্কৃতির বিরোধীই তারা গরিবদেরও বিরোধী। কমিউনিস্টরা গরীবদের আরও গরীব বানিয়ে রাখতে চায়। মনরেগাতে ১০০দিনের কাজের সুযোগ থাকলেও, সদ্য সংসদে পেশ করা VB-G RAM G বিলে গরীবদের কথা মাথায় রেখে, ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিনের কাজের সুযোগ করা হয়েছে। কিন্তু কমিউনিস্ট ও কংগ্রেস এই বিলের বিরোধ করে আবারও প্রমাণ করেছে, যে তারা গরীবের শত্রু। আগে যেখানে এই প্রকল্পে সাহায্য শতাংশ টাকা কেন্দ্র সরকার দ্বিতীয় এবং ৪০ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হতো। বর্তমানে ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পে নব্বই শতাংশ টাকা দেবে এবং রাজ্য সরকারকে দিতে হবে মাত্র ১০শতাংশ, এরপরও বামেরা এই নতুন বিলের বিরোধিতা করছে। এই অভিমত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের। রবিবার বিলোনিয়া মহকুমার নলুয়ায় শহীদ স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন মানুষদেরকে নিজের পায়ে দাঁড়ানো থেকে বঞ্চিত করার জন্য যদি কেউ কাজ করে থাকে সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। দেশ বিরোধী তথ্য এবং খুনের রাজনীতিতে ব্যস্ত কমিউনিস্ট বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। তাদের কারণেই ত্রিপুরাতে জাতি এবং জনজাতি অংশের মানুষের মধ্যে দাঙ্গা হয়েছিল তিনি মন্তব্য করেন।
এদিনের এই সমাবেশে লোকেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপ্লব কুমার দেব যখন তীব্র ভাষায় বামেদের সমালোচনা করছিলেন তখন সভায় উপস্থিত জনতা করতালিতে ভরিয়ে তুলেন।
0 মন্তব্যসমূহ