আগরতলা, ১৯ ডিসেম্বর : রাজধানী আগরতলায় প্রভু বাড়ির পুকুর এর বেশ কিছুটা অংশই বেদখল হয়ে গিয়েছে। সম্প্রতি দুই বার সেই এলাকা পরিদর্শন করেছেন পুর নিগমের মেয়র। পুকুরটি সংস্কারের আগে সেই দখলকৃত জায়গা পুনরুদ্ধারের কাজে হাত দিয়েছে পুর নিগম। দখলদারদের মৌখিক ভাবে বলা হয়েছিল জায়গা ছেড়ে দেওয়ার জন্যে। শুক্রবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে পুর নিগম কতৃপক্ষ। বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তাদের অভিযোগ আগে নোটিশ দেওয়া হলে তারা নিজেরাই সরিয়ে নিতে পারতেন। এখন ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। যেহেতু সরকারি জায়গাতেই অবৈধ নির্মাণ করেছেন তাই ক্ষতিপূরণের আশা করেন না তারা। এদিকে পুর নিগমের নাকি বক্তব্য সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়া হয়না। এদিন সকাল থেকে ভাঙ্গাচুরার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই পুকুরটি সংস্কার করে চার পারে রাস্তা, আলোর ব্যবস্থা, পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুর নিগমের।
0 মন্তব্যসমূহ