আগরতলা, ২ ডিসেম্বর : আমতলী থানার ওসির তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যেই এক অভিযুক্তকে জালে তোলা সম্ভব হল। বন্ধুদের নিয়ে মামার বাড়িতে গিয়ে চোর সন্দেহে গণধোলাই খেলো ভাগ্নে সহ তার বন্ধুরা। তাদের চুলও কেটে নেওয়া হয়। এই ঘটনায় মামাকে গ্রেফতার করলো আমতলী থানার পুলিশ।
বন্ধুদের নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে গণপিটুনি খেলো ভাগ্নেসহ তার বন্ধুরা। চোর সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের চুল কেটে ফেলা হয়। ঘটনা সোমবার দুপুরে আমতলী থানাধীন হাপানিয়া সংলগ্ন অশ্বিনী মার্কেট এলাকায়। জানা গেছে তন্ময় মালাকার নামে এক যুবক তার বন্ধু মাসুম মিয়া এবং বান্ধবী মধুরীমা দেবনাথকে নিয়ে অশ্বিনী মার্কেট এলাকায় তার মামা দেবাশীষ দেবের বাড়িতে যায়। সেখানে তাদের চোর সন্দেহ করে বাড়ির লোকজন ও এলাকাবাসী গণপিটুনি দেন। শুধু তাই নয়, গণপিটুনির পর তাদের তিনজনের চুল কেটে দেওয়া হয়। পুলিশকে না জানিয়ে আইন হাতে তুলে নিয়েই পরিতোষ দে এবং অন্যান্যরা এই ঘটনা ঘটায়। পরে মধুরীমা দেবনাথ সংশ্লিষ্ট ঘটনায় আমতলী থানায় দেবাশীষ দেবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে আমতলী থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দেবাশীষ দেবকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান।
এদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস আরো জানান, পুলিশ বিএনএস এর ৩৫২, ৩৫৬ ,৭৪ ,১১৫ এর দুই সহ অন্যান্য ধারায় মামলা গ্রহণ করে ঘটনাতদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনায় বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।বিভিন্ন মহল থেকে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ