Advertisement

Responsive Advertisement

অসময়ের সবজি চাষ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো জিরানিয়া কৃষি মহকুমার উদ্যোগে

 

আগরতলা, ২ ডিসেম্বর : মরশুমের বাইরে গিয়ে কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসময়ে সবজি চাষ করে কি করে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবেন, এই বিষয়কে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়াতে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। জিরানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে নির্বাচিত জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিক ভাবে এই কর্মশালার সূচনা করেন। জিরানিয়া ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালার প্রথম পর্বে উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারপার্সন রূপালী দাস, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, রানীরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলর চেয়ারপার্সন অপর্না শুক্লা দাস, সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী, সমাজসেবী পার্থসারথি সাহা, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন উপস্থিত অতিথিরা। তারপর বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কৃষকদের কল্যাণে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার যে কাজগুলো করছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 
কর্মশালার দ্বিতীয় পর্বে কৃষি বিশেষজ্ঞরা অসময়ে সবজি চাষের বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান আলোচনা করেন। দ্বিতীয় পর্বের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষ, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত দাস, ত্রিপুরা কৃষি কলেজের সহকারী অধ্যাপক ড. দুর্গাপ্রসাদ আওয়াস্তি, এমআইডিএইচ'র এডভাইজার গোপাল মল্ল, পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেড-এর আধিকারিক সহ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 
 এদিনের এই কর্মশালায় জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোট ১০০ জন কৃষক অংশ। এদিন কৃষকদের মধ্যে মোট ৬০০ টি মাশরুম স্পন এবং ২২,৮০০ সবজির চারা বিতরণ। কৃষকরা এদিনের এই কর্মশালায় উপস্থিত হয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ