আগরতলা, ১৪ ডিসেম্বর : শহর উপকণ্ঠ বাবুল চৌমুহনী এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত এক অভিযুক্ত, অভিযুক্তের নাম শঙ্কু চক্রবর্তী। রবিবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে আমতলী থানার পুলিশ।
পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনা শনিবার সন্ধ্যা রাতে আমতলী থানাধীন বাবুল চৌমুহনীর দুর্গাপুর এলাকার রাস্তার পাশে। নিহত যুবকের নাম সুব্রত চৌধুরী। দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের আঘাতে তার ধর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুব্রত চৌধুরী।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। ছুটে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এলাকাবাসীর অভিযোগক্রমে রাতেই এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শঙ্কু চক্রবর্তী নামে এক যুবককে পুলিশ আটক করে। রবিবার আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,এই ঘটনায় জড়িত অভিযুক্ত নিন্টু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী সহ আরও একজন অভিযুক্ত পলাতক। পলাতক অভিযুক্তদের জালে তুলতে বিভিন্ন স্থানে তলাশী চালিয়েছে। ওসি আরো জানান, ধৃত অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়। তিনি আরো জানান পূর্বের পারিবারিক শত্রুতার জেট ধরেই এই হত্যাকাণ্ড।
এই ঘটনায় নিহত সুব্রত চৌধুরীর ভাই তপন চৌধুরী আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। রবিবার ময়না তদন্তের পর দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বাবুল চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনার উপর নজর রাখছে পুলিশ।
0 মন্তব্যসমূহ