Advertisement

Responsive Advertisement

পৃষ্ঠা প্রমুখরা হল বিজেপির মেরুদণ্ড: মন্ত্রী রতন লাল নাথ




আগরতলা, ১৩ ডিসেম্বর: মোহনপুর নির্বাচনী এলাকা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, যার নেতৃত্ব দেবেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, এবং উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই অনুষ্ঠানে নির্বাচনী এলাকার ৫৬টি বুথ থেকে ১,১২০ জন পৃষ্ঠা প্রমুখরা অংশগ্রহণ করবেন, যা স্থানীয় রাজনৈতিক পরিসরে এক অভূতপূর্ব মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে।
গত দুই মাস ধরে মন্ত্রীর তত্ত্বাবধানে প্রতিটি বুথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বুথের অবস্থা পর্যালোচনা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী রতন লাল নাথ পৃষ্ঠা প্রমুখদের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন পৃষ্ঠা প্রমুখরা আমাদের সংগঠনের মেরুদণ্ড। তাদের অদম্য পরিশ্রম, অন্তর্দৃষ্টি এবং নিবেদন আমাদের অনুপ্রাণিত করে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য। তাদের প্রচেষ্টার স্বীকৃতি এবং সম্মান শুধুমাত্র নির্বাচনের সময় নয়, সারাবছর আমাদের দায়িত্ব।
সম্মেলনে রাজ্যের এবং স্থানীয় বিজেপি নেতাদেরও উপস্থিতি থাকবে, যাদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও (পশ্চিম ত্রিপুরা) সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য বিজেপি ইন-চার্জ ডঃ রাজদীপ রায়, বিধায়ক ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক ও যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, মহিলা মোর্চার রাজ্য সভাপতি মিমি মজুমদার, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরন রায়, মাইনোরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া।
এছাড়াও মোহনপুর মণ্ডল কমিটি উপস্থিত থাকবেন, যা এই সম্মেলনকে বিজেপি নেতাদের ও কর্মীদের জন্য একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় মিলনমেলা করে তুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ