আগরতলা, ১৪ ডিসেম্বর : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এনএইচএম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রবিবার নজরুল কলা ক্ষেত্রে বি এম এস অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের ত্রি বার্ষিক সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী মন্ত্রী টিংকু রায়।
ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত একটি সংস্থা ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘ। এই সংগঠনের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন রবিবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক, হেলথ মিশনের মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, বিএমএস রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য অতিথিরা। এই সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। ভিলেজ কমিটি এবং ভিলেজ গুলিতে সাব সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে। এগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন এন এইচ এম কর্মীরা। মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য পরিসেবায় রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এনএইচএম কর্মীদের ভূমিকা অপরিসীম।
এদিন এই ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক প্রতিবেদন পেশ করেন। এর আগে বক্তব্য রাখেন বি এম এস এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ