Advertisement

Responsive Advertisement

আবারও ডেলিভারি বয়ের উপর নিগ্রহের অভিযোগ, বিমানবন্দর থানার অন্তর্গত নারায়ণপুরে উত্তেজনা



আগরতলা, ২১ ডিসেম্বর : রাজ্যে ফের একবার ডেলিভারি বয়ের উপর প্রকাশ্যে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ধর্মনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার বিমানবন্দর থানার অন্তর্গত নারায়ণপুর বাজার এলাকায় একই ধরনের একটি ঘটনা সামনে এসেছে। অভিযোগ, রূপম সাহা নামে এক ডেলিভারি বয়কে প্রকাশ্যে জুতো দিয়ে পেটানো ও মারধর করা হয়। অভিযুক্ত ব্যক্তি আধা সামরিক বাহিনীর এক জওয়ান বলে জানা গেছে। ঘটনাটি জনসমক্ষে ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিগৃহীত রূপম সাহা অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, যাদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যদি আইন নিজের হাতে তুলে নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় “রক্ষকই ভক্ষক”-এর ভূমিকা সামনে এসেছে বলে মত অনেকের।

এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, এ ধরনের ঘটনার মানসিক চাপের দায় কে নেবে এবং ভবিষ্যতে এ রকম ঘটনা রুখতে প্রশাসন কী পদক্ষেপ নেবে? অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ