আগরতলা, ১৮ নভেম্বর : গ্রামীন অর্থনৈতিক শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে চলছেন ডক্টর ইন্দ্রজিৎ দেবনাথ। এই ক্ষেত্রে সোসাইটি ফর অল্টারনেটিভ থিংকিং এন্ড একশন নামে একটি সংস্থা গড়ে তুলেছেন তিনি। এই সংস্থা সম্পাদক ড. ইন্দ্রজিৎ দেবনাথ। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, গত ২৫ বছর ধরে এই কাজ করে চলছেন তিনি।তার কাজগুলির মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প, মধু মিশন, চর্ম শিল্প প্রভৃতি। ২০১৪ সালে ওএনজিসি'র সহযোগিতায় রানিরগাঁওয়ে ২৫ জন মহিলাদের মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ প্রদান করেন তিনি। ২০১৮ সালে খাদি ও গ্রাম উদ্যোগ আয়োগ এর কেভিআইসির সহযোগিতায় নানীর গাঁও, ২০১৯ সালে জোলাইবাড়ির হরি জয় চৌধুরী পাড়া, ছামুনুর বীরচন্দ্র কারবারি পাড়া প্রভৃতি এলাকায় মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ দিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, পথ শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র খুলতে চান তিনি।
0 মন্তব্যসমূহ