আগরতলা, ১৮ নভেম্বর : ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার শ্রম ভবন প্রাঙ্গনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এই জব ফেয়ারের মাধ্যমে রাজ্যের পাঁচটি বেসরকারি কোম্পানিতে আটটি ক্যাটাগরিতে ১৩৫ জন বেকার যুবক যুবতীকে নিয়োগ করা হয়। এই জব ফেয়ারকে কেন্দ্র করে বেকার যুবক-যুবতীদের উপস্থিতি এবং উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।
মঙ্গলবার রাজধানীর শ্রম-ভবন প্রাঙ্গনে এক জব ফেয়ার অনুষ্ঠিত হয়। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা এই জব ফেয়ারের উদ্যোগ গ্রহণ করে। সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।এদিনের এই জব ফেরার থেকে রাজ্যের পাঁচটি ফার্ম আটটি ক্যাটাগরির ভিত্তিতে মোট ১৩৫ জন যুবক যুবতী কে নিয়োগ করে। নিয়োগ প্রাপ্ত বেকার যুবক-যুবতীরা সংশ্লিষ্ট পাঁচটি সংস্থায় ভালো প্লেসমেন পাবেন বলে আশা প্রকাশ করেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর এক আধিকারিক।
এদিন শ্রম দপ্তরের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর আধিকারিক আরো জানান, আগামী ডিসেম্বর মাসে একটি মেগা জব ফেয়ার আয়োজন করা হবে। বহিরাজ্যের নামিদামি বেসরকারি সংস্থাগুলো এই জব ফেয়ার থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করবে। অষ্টম শ্রেণি উত্তীর্ণ থেকে শুরু করে বিটেক, এমটেক, আইটিআই ,বিএ, এমএ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের এই কোম্পানিগুলিতে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ