Advertisement

Responsive Advertisement

ভূমি পূজনের মধ্য দিয়ে এবছরের আলুর দানা বীজ উৎপাদনের কাজ শুরু হল



আগরতলা, ১০ নভেম্বর : ভূমি পূজনের মধ্য দিয়ে রাজ্য তো তার দেশের একমাত্র দানা আলুবির উৎপাদন কেন্দ্র রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগীছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে এ বছরের দানা আলুবীজ উৎপাদনের জন্য মাঠে আলু চারা লাগানোর প্রক্রিয়া শুরু হলো হলো। 
ঋতুচক্রের নিয়ম মেনে এখন হেমন্তকাল, তাই প্রকৃতিতে হালকা শীতের আমেজ। আর শীতের মরশুম মানেই মাঠে মাঠে রবি মরশুমের শাক সবজির সমাহার। কৃষকরা এখন মাঠে মাঠে শীতকালীন সবজি লাগানোর জন্য ব্যস্ত সময় পার করছেন। এর ব্যতিক্রম নয় রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগীছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। রাজ্যের একমাত্র এইসবজি এবং ফল গবেষণা কেন্দ্রের সবজির প্লটে এখন শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে। এই গবেষণা কেন্দ্রটি সারা দেশের মধ্যে ট্রু পটাটো সীড তথা প্রকৃত দানা আলু বীজ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দানা আলু বীজের বীজের দিকে তাকিয়ে থাকেন রাজ্য এমনকি দেশের অন্যান্য রাজ্যের আলু চাষীদের একটা বড় অংশ। তাই প্রতি বছর গুরুত্বের সঙ্গে এই গবেষণা কেন্দ্রে দানা বীজ উৎপাদন করা হয়। এখন মাঠে দানা বীজ উৎপাদন করার জন্য আলু গাছ লাগানোর সময়। সোমবার ভুমি পূজনের মধ্য দিয়ে এ বছরের দানা আলু বীজ উৎপাদনকারী গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হল। এদিন পুরোহিত ডেকে সবজির প্লটে পূজা দিয়ে জমিতে বীজ আলু লাগানোর কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী এবং ফারমার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত সকলে নিজ হাতে জমিতে আলু লাগান। 
কর্মসূচি শেষে প্রদীপ বরণ রায় সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায়, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার নির্দেশনা এবং রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের দিকনির্দেশনায় এই গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষের তত্ত্বাবধানে গবেষণা কেন্দ্রের অন্যান্য আধিকারিকরা মিলে আলু চাষে নজির সৃষ্টি করেছেন এবং বিশ্বের মধ্যে রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছে। ধান উৎপাদনের মতো রাজ্য আলু উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ তার দিকে যাবে। তবে তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান রাখেন যেভাবে সহায়ক মূল্যের ধান ক্রয় করা হচ্ছে সেভাবে কৃষকদের কাছ থেকে যেন সহায়ক মিললে আলু কেনার উদ্যোগ গ্রহণ করে সরকার। 
গত বছর এই গবেষণা কেন্দ্রে ৭০ কেজির বেশি আলুর দানা বীজ উৎপাদন করা হয়েছিল। এবছর এর লক্ষ্যমাত্রা ১০০ কেজির বেশি ধরা হয়েছে। গবেষণা কেন্দ্রে যে সকল আধিকারিকরা এই কাজে যুক্ত তাদের অভিমত এবছর লক্ষ্য মাত্রার বেশি দানাবীজ উৎপাদিত হবে। এ প্রসঙ্গে উল্লেখ করে মাত্র কুড়িগ্রাম দানা আলু বীজ দিয়ে এক কানের বেশি জমিতে আলু চাষ করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ