আগরতলা, ১৮ নভেম্বর: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ইউপিএ সরকারের সময় দেশে ব্যাপক দুর্নীতি ও কেলেঙ্কারি প্রত্যক্ষ হয়েছে। আর আগামীতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি এবং সেখান থেকে জঙ্গলরাজের অবসান ঘটাবে।
আজ টাকারজলায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন ভারতীয় জনতা পার্টিতে ৪২ পরিবারের ১৩৫ ভোটারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, যারা আজ এখানে যোগদান করতে এসেছেন আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে আমাদের পার্টি আরো বেশি শক্তিশালী হবে। সারা ভারতবর্ষের সব রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার চলে আসছে। আগে ২০টার মতো ছিল। এখন ধীরে ধীরে বাড়ছে। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ পার্টি। ভারতীয় জনতা পার্টির সদস্য/ সদস্যা হিসেবে আমরা গর্ববোধ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনজাতিদের জন্য সবসময় চিন্তা করছেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আলাদাভাবে ডোনার মন্ত্রক গঠন করেছেন। প্রধানমন্ত্রী রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, শপথ গ্রহণ উপলক্ষে আগামীকাল আমি বিহারে যাবো। সেই বিহারে আগে গুণ্ডাগিরি, জঙ্গলরাজ, দুর্নীতি - কি ছিল না? সেই জায়গায় যখন থেকে সেখানে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে সুস্থিতি ফিরে এসেছে। এজন্য প্রধানমন্ত্রীর উপর মানুষের বিশ্বাস অনেক বেড়েছে। মানুষ চায় না গুণ্ডারাজ, পেশীর আস্ফালন, দুর্নীতি থাকুক। মানুষ চায় নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার। জনপ্রতিনিধিদের উপর মানুষের অনেক আস্থা। বিগত ইউপিএ সরকারের সময় শুধু দুর্নীতি আর দুর্নীতি। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার পর দেশ কিভাবে শক্তিশালী হচ্ছে সেটা মানুষ প্রত্যক্ষ করছেন।
ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। আগে আমাদের সেনা জওয়ানরা আক্রমণের মুখে পড়লেও তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ২০১৪ সালের আগেও অশান্তি বিরাজ করছিল। উত্তর পূর্বেও একই অবস্থা ছিল। কিন্তু ২০১৪ সালের পর সবকিছু পরিবর্তন হয়। ত্রিপুরাতেও অনেকে ভুলপথে চলার চেষ্টা করছে। তাদেরকে ভুল বুঝানো হচ্ছে। বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদের ব্যবহার করা হচ্ছে। আমি তাদের কাছে আবেদন রাখবো যে এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন। আপনাদের জন্য দরজা খোলা আছে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা জনজাতিদের কল্যাণে কাজ করে। এরআগে সিপিএমের শাসনামলে ত্রিপুরায় খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ হয়েছে। আমরা কংগ্রেস ও সিপিএম এর শাসন দেখেছি এবং বিহারেও তাদের দেখেছি। আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজের অবসান ঘটাতে সরকার গঠন করবে। আমরা শান্তি চাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি অংশের সার্বিক উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। আর সেই দিশায় কাজ করছে আমাদের রাজ্য সরকারও।
এদিন সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তর জোনের সভাপতি বিপ্লব চক্রবর্তী, মান্দাই মন্ডলের সভাপতি অভিজিত দেববর্মা, গোলাঘাটি মন্ডলের সভাপতি নারায়ণ দেবনাথ, টাকারজলা সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ