Advertisement

Responsive Advertisement

খোয়াই, ধলাই খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতার পথে: রতনলাল নাথ






আগরতলা, ৭ নভেম্বর: ত্রিপুরা রাজ্যে এ বছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। 
তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই রাজ্যের খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
আজ পশ্চিম জেলার লঙ্কামুরায় কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধানক্ষেত পরিদর্শন করেন মন্ত্রী। 
সেখানে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার কাজেও অংশ নেন।
পরে মন্ত্রী বলেন আজ আমি লঙ্কামুরায় এসেছি, যেখানে বিপুল পরিমাণ ফসল উৎপাদন হয়। এখানকার মানুষ সবজি, ফুল এবং বিভিন্ন প্রকারের ফসল চাষ করেন। বিষ্ণুপদ অধিকারী সরকারী সহায়তায় পাঁচ কানির জমিতে ছয় প্রজাতির ধান—কালো চাল, হরিনারায়ণ, কালি খাসা, বিন্নি ও বাসমতি—চাষ করেছেন। এখন সেই ফসল কাটার উপযুক্ত সময় এসেছে। কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজ আমরা এখানে কৃষকদের উৎসাহ দিতে এবং ধান কাটার সূচনা করতে উপস্থিত হয়েছি।
মন্ত্রী আরও জানান এ বছর ধানের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। বর্তমানে রাজ্যের তিনটি জেলা ও ৩০টি ব্লক ইতিমধ্যেই খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা আশাবাদী, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর খোয়াই ও ধলাই জেলাও সেই তালিকায় যুক্ত হবে। আমি নিজেও ধান কাটার অভিজ্ঞতা রাখি এবং কৃষকদের কষ্ট ও পরিশ্রম বুঝি। আগামী দিনে ধান কাটার সুবিধার্থে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন আমাদের দেশ এখন চাল, মাছ, দুধসহ নানা কৃষিপণ্য রপ্তানি করছে। উৎপাদন বিপুল, এবং এ বছরও তার ব্যতিক্রম হবে না। কৃষিই আমাদের সমাজ ও অর্থনীতির মূল ভিত্তি—তাই কৃষকদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ