Advertisement

Responsive Advertisement

ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ভাই ফোঁটা অনুষ্ঠান



আগরতলা, ২৪ অক্টোবর: ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাদামাটাভাবে হলেও এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এই ভাই ফোঁটা কর্মসূচির নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যারা স্নেহভরে প্রদেশের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীদের কপালে ফোঁটা দেন এবং সকলের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভাই ফোঁটা উপলক্ষে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাসসহ দলীয় একাধিক নেতৃবৃন্দ ও কর্মী উপস্থিত ছিলেন।
বোনেদের ভালোবাসা, স্নেহ ও আশীর্বাদের প্রতীক এই আচারকে ঘিরে প্রদেশ কার্যালয়ে এক অনন্য উষ্ণ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হয়।
মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, “ভাই-বোনের এই পবিত্র বন্ধন আমাদের সমাজে ভালোবাসা ও ঐক্যের বার্তা বহন করে। দলীয় পরিসরেও সেই বন্ধন আজ আরও দৃঢ় হলো।”
এই উপলক্ষে উপস্থিত সবাই দেশ ও সমাজের অগ্রগতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ