আগরতলা, ২৪ অক্টোবর : আগামী ৩১অক্টোবর রাষ্ট্রীয একতা দিবস। এই দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে এডি নগর পুলিশ মাঠ থেকে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুরুষ ও মহিলা কর্মীরা এক বাইসাইকেল রেলিতে অংশ নেয়। রেলিটি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয়। রেলি শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মানিক দাস, কল্লোল রায়, আইজি টিএসআর করি মারাক সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ কর্মীরা বেশ উৎসাহের সঙ্গে এই রেলিতে অংশ নেন। রাষ্ট্রীয় একতা দিবস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা জাগাতেই মূলত এই রেলির আয়োজন। উল্লেখ্য বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার রাষ্ট্রীয একতা দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
0 মন্তব্যসমূহ