বনধের নাম করে মানুষের উপর আক্রমনের প্রতিবাদ জানিয়েছে গেজেটেড অফিসারস সংঘ
অক্টোবর ২৫, ২০২৫
আগরতলা, ২৫ অক্টোবর: ধলাই জেলার অন্তর্গত কমলপুর শান্তিরবাজারে কর্তব্যপ্রদানরত সরকারি আধিকারিক ও সাধারন জনগনের উপর প্রাণনাশক হামলা ও বিষয় সম্পত্তি ধ্বংস করার বিরুদ্ধে গেজেটেড অফিসারস সংঘের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সাজা প্রদানের দাবি জানায়। গেজেটেড অফিসারস সংঘ'র তরফে বলা হয় যে, ২৩ অক্টোবর কমলপুরের শান্তির বাজারে বন্ধের নামে কথিত "সিভিল সোসাইটি" নামধারী গোষ্ঠীর সংগঠিত নৃশংস ও অবৈধ ঘটনায় আমাদের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনরত কমলপুর এর এস.ডি.পিও সমুদ্র দেববর্মা, সালেমা ব্লকের বি.ডি.ও অভিজিৎ মজুমদার, আর, ডি. দফতরের ইঞ্জিনীয়ার অনিমেষ সাহা, সালেমা ব্লকের ডি.সি. ধনঞ্জয় চাকমা, ব্যবসায়ী সুব্রত পাল এবং ব্যবসায়ী বিপ্লব দেব সহ সাধারন জনগণের উপর উদ্দেশ্যমূলকভাবে প্রাণনাশক আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি বাজারের বহু দোকান লুটপাট, অগ্নিসংযোগ এবং সশস্ত্র-হিংস্রতার মাধ্যমে ব্যবসায়ীদের উপর প্রাণহানির চেষ্টা, হুমকি ও মারধর করা হয়। যে কোনো সংগঠনই বন্ধ ডাকুক না কেন, রাজ্যের সরকারি অফিসার-কর্মচারীরা জনগণের জরুরি ও মৌলিক পরিষেবা অটুট রাখার জন্য নিরলসভাবে কর্তব্য পালনে নিয়োজিত থাকে। যানবাহন-অপ্রতুলতা থাকা সত্ত্বেও অনেকে পায়ে হেঁটে অফিসে যোগদান করে থাকেন যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন-যাপন বিঘ্নিত না হয়। পেশাগত দায়িত্ব পালনকালে যদি অফিসার ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয়, তাহলে ভবিষ্যতে রাষ্ট্রীয় কাজকর্ম ও জনসেবায় গভীর সংকট সৃষ্টি হতে বাধ্য। এই ঘটনার প্রেক্ষিতে গেজেটেড অফিসারস সংঘর তরফে এক বিবৃতি দিয়ে দাবী জানানো হয় যে, অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য রাজ্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আক্রমণের শিকার অফিসার ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে সরকারি কার্যক্রম ও জরুরি পরিষেবা নির্বিঘ্ন রাখতে সারা রাজ্যে বিষেশ করে কমলপুর ও সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পুলিশ পাহারা, মোবাইল ইউনিট ও নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করারও দাবী জানানো হয়। উগ্র ও রাষ্ট্র-বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ও স্বচ্ছ তদন্তক্রমে দ্রুততম সময়ে দমনপূর্বক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ। জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য বিনষ্ট করার প্রচেষ্টারত মাস্টারমাইন্ড কে অবিলম্বে বিচারের কাঠগড়ায় নিয়ে আসার আহ্বান জানান। গেজেটেড অফিসারস সংঘ এই নৃশংস ও ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জ্ঞাপন করে। আমরা আহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনাসহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করছি। যদি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ নয় সমগ্র সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি অনিরাপত্তার সংকেত, যা দীর্ঘমেয়াদে প্রশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলতে পারে। গেজেটেড অফিসারস সংঘ এই ঘটনার তদন্ত সম্পর্কিত এবং বাস্তবসম্মত প্রতিকার কার্যক্রমের অবিচ্ছিন্ন অনুসরণ করবে এবং সংঘ প্রয়োজনে রাজ্য সরকারের মাননীয় মূখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অধিকারিকদের কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে ডেপুটেশন সহ প্রতিবাদ কর্মসূচী গ্রহণে বাধ্য থাকবে বলেও জানানো হয়। সম্পাদক গেজেটেড অফিসার্স সঙ্ঘর ত্রিপুরা প্রদেশ সুমন্ত নন্দী এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ