Advertisement

Responsive Advertisement

মোহনপুর ব্লকের ইশানপুর জিপি কালপাড়ার ক্ষতিগ্রস্ত ধানের পরিদর্শন করলেন মন্ত্রী



আগরতলা, ২৩ অক্টোবর: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা'র নির্দেশ অনুসারে, মোহনপুর মহকুমার মোহনপুর আর.ডি. ব্লকের ইশানপুর জিপি, কালপাড়ার বাসিন্দা দূর্গা মুন্ডা বাবা চুনী লাল মুন্ডার কৃষি ক্ষেতে সাম্প্রতিক ফসল ক্ষতির ঘটনা মূল্যায়নের জন্য এসডিএম অফিস, বিডিও অফিস এবং কৃষি বিভাগের অফিসার ও কর্মচারীদের দ্বারা একটি যৌথ ফিল্ড ভিজিট সম্পন্ন করা হয়। 
ফিল্ড ভিজিটের সময়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথও উপস্থিত ছিলেন। মন্ত্রী নিজে ক্ষতিগ্রস্ত কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এটাও দেখা গেছে যে সমগ্র ধান ক্ষেতের চাষ দুর্বৃত্তদের দ্বারা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন দ্রুত আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে সহায়তা করার নির্দেশ দিয়েছে।
পুলিশ প্রশাসনকে ঘটনাটির সুনির্দিষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা মহোদয়ের সদয় নির্দেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত চাষীকে ন্যায়বিচার, ত্রাণ এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ