Advertisement

Responsive Advertisement

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: চোত্তাখলা PHC-তে সেপসিস শনাক্তে


সুদীপ চন্দ্র নাথ, আগরতলা, ৮ সেপ্টেম্বর: বর্তমান সরকারের চেষ্টায় রাজ্যের চিকিৎসা পৌরসভা যে প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং মানুষের সুফল পাচ্ছেন তার নজর প্রতিদিনই ধরা পড়ছে।
 গত ২৮ আগস্ট ২০২৫, দক্ষিণ ত্রিপুরার রাজনগর CHC-তে জন্ম নেয় শম্পা দাস এর ফুটফুটে সন্তান। ৩১ আগস্টে নবজাতককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পথে, পরিবার জানতে পারে যে ডাঃ অরূপ রায়, একজন শিশু বিশেষজ্ঞ, সদ্য চোত্তাখলা PHC তে যোগ দিয়েছেন। তারা সিদ্ধান্ত নেন, নবজাতককে তাঁর কাছে একবার দেখিয়ে নেওয়া হবে।
দুপুর ২টা নাগাদ নবজাতককে নিয়ে তারা চোত্তাখলা PHC-তে পৌঁছান। ডাঃ অরূপ রায় শিশুটিকে পর্যবেক্ষণ করে সেপসিসের লক্ষণ শনাক্ত করেন—জ্বর, দুর্বল স্তন্যপান, খাওয়ার অনীহা, নিস্তেজতা এবং উচ্চস্বরে কান্না।  
যেহেতু চোত্তাখলা PHC-তে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা ছিল না, শুধুমাত্র ক্লিনিক্যাল লক্ষণ দেখে ডাঃ রায় শিশুটিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে SNCU-তে রেফার করেন। এদিকে তিনি ফোনে অন-ডিউটি শিশু বিশেষজ্ঞকে রোগীর অবস্থা সম্পর্কে অবহিতও করেন।
শিশুটি Early Onset Neonatal Sepsis with Neonatal Jaundice (NNJ) হিসেবে ভর্তি হয় এবং চিকিৎসা শুরু হয়। ৩ সেপ্টেম্বর ২০২৫, চিকিৎসা শেষে নবজাতক সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি পায়।
ডাঃ রায় নিয়মিত ফোনে শিশুটির অবস্থার খোঁজ রাখেন। discharge-এর দিন, শিশুর পরিবার আবার তাঁর সঙ্গে দেখা করতে আসে—তাদের মুখে স্বস্তির হাসি ছিল, যা একজন চিকিৎসকের জন্য সবচেয়ে বড় পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ