Advertisement

Responsive Advertisement

ফিজিও ফোরামের উদ্যোগে ফিজিওথেরাপি দিবস পালিত


আগরতলা, ৮ সেপ্টেম্বর : প্রতিবছর ৮ সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক ফিজিওথেরাপি দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্যজুড়ে এই দিনটি উদযাপন করা হয়। ফিজিও ফোরামের উদ্যোগে এদিন রাজধানী আগরতলায় এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত রায় বলেন, এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষদেরকে ফিজিওথেরাপির তাৎপর্য সম্পর্কে অবগত করা। সেই সঙ্গে এই থেরাপি একটি মানুষের মধ্যে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া। সুস্থ শরীর হচ্ছে সুস্থ মনের অন্যতম প্রধান উপাদান, এই কাজে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসুস্থ মানুষকে ফিজিওথেরাপি নতুন উদ্যমে নতুন ভাবে বেঁচে থাকতে সহায়তা করে। ফিজিওথেরাপি শুধুমাত্র আঘাত পাওয়া মানুষকে চলাফেরা সহায়তা করে এমনটা নয়, বর্তমান যান্ত্রিক জীবনে মানুষকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে ফিজিওথেরাপি সহায়তা করে। তিনি আরো বলেন ফিজিওথেরাপি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলে এর ফলে জীবনে ঔষধ এর প্রয়োগ অনেকটা কমে। আমাদের বিভিন্ন ধরনের ক্রনিক্যাল সমস্যা থাকে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি, এর জন্য নিয়মিত ঔষধ খেতে হয়। কেউ কোন কারনে এইসব ঔষধ খাওয়া বন্ধ করলে শরীরে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়াগুলি দূর করার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত জরুরী। সব মিলিয়ে তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে আরো ব্যাপক অংশের মানুষের কাছে এই চিকিৎসা পদ্ধতির বিষয় তুলে ধরার আহ্বান রাখেন। 
 এদিনের এই কর্মসূচিতে ফিজিওথেরাপি ফোরামের সভাপতি ডা সুব্রত দেব সম্পাদক ডা বিকাশ ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ