Advertisement

Responsive Advertisement

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহা সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



আগরতলা, ১৪ সেপ্টেম্বর : দেশ সমাজ এবং রাষ্ট্র ঘটনের সাথে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় চরিত্র গঠনে শিক্ষক ও অধ্যাপকদের ভূমিকা নিতে হবে ।দলীয় রাজনীতির উর্ধ্বে উঠেই এই মহৎ কাজ তাদের করতে হবে। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরার বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে এই কথা বলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন।
রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।প্রদীপ প্রজ্বলন করে এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মহাবিদ্যালয় থেকে আগত সদস্য সদস্যাগণ ।এই সম্মেলন উপলক্ষে উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন ,সংগঠনদের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এখানে আসা তার। ছাত্র-ছাত্রীদের জাতীয় চরিত্র গঠনে এই সংগঠনের সদস্য সদস্যা অধ্যাপক ও শিক্ষকদের আশু ভূমিকা পালন করা উচিত ।দলীয় রাজনীতির ঊর্ধে উঠে এই কাজ করা উচিত। উচ্চশিক্ষামন্ত্রী বলেন, দেশ ,সমাজ ও রাষ্ট্র গঠনে এই সংগঠন প্রয়োজনীয় ভূমিকা পালন করে ।তিনি আরো বলেন ,সংগঠনের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় চরিত্র সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তোলা।
রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষক এবং অধ্যাপক অধ্যাপিকাগন এই সম্মেলনে যোগদান করেন। তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ