আগরতলা, ১৪ সেপ্টেম্বর: তম বার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা গভর্মেন্ট হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন। আইজিএম হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিপালনে রক্তদানের মত মহৎ কাজ আর কোনো কিছু হতে পারে না।
রবিবার আইজিএম হাসপাতালের ফ্লোরেন্স নাইটেঙ্গেল অডিটোরিয়ামে ত্রিপুরা গভর্মেন্ট হোমিওপ্যাথিক ডক্টর্স অ্যাসোসিয়েশনের ১৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা সুশান্ত রায়, সম্পাদক ডাক্তার সুখেন্দু নাথ সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের উদ্বোধন করে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিপালনে রক্তদানের মত মহৎ কাজ আর কিছু নেই। এই ধরনের মহতি কাজ আয়োজনের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।
ত্রিপুরা সরকারি হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের ১৫তম বার্ষিক সম্মেলনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সুখেন্দু নাথ ।পরে এই প্রতিবেদনের উপর বিভিন্ন সদস্য সদস্যারা বিস্তারিত আলোচনা করেন।
0 মন্তব্যসমূহ