Advertisement

Responsive Advertisement

গোয়ালাবস্তিতে অভিযানে উদ্ধার ৫০ লিটার দেশি মদ, ৩টি বাইক সহ গ্রেপ্তার ১০


আগরতলা, ১৪ সেপ্টেম্বর : দশ দিনের মাথায় ফের গোয়ালা বস্তিতে নেশা বিরোধী অভিযান চালালো এনসিসি থানার পুলিশ ।অভিযানে গ্রেপ্তার ১০, উদ্ধার তিনটি দ্বিচক্রযান, পঞ্চাশ লিটার দেশি মদ ও কিছু পরিমান গাঁজা ।দূর্গা পূজা কে সামনে রেখে এই ধরনের অভিযান আরো চলবে বলে জানান এন সি সি থানার ওসি প্রজিত মালাকার।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে পুনরায় গোয়ালা বস্তিতে নেশা বিরোধী অভিযান চালায় এন সি সি থানার পুলিশ।বিশাল সংখ্যক টিএসআর, সিআরপিএফ এবং পুলিশ নিয়ে এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার এই নেশা বিরোধী অভিযান চালান। অভিযান কালে গোয়ালা বস্তি এলাকা থেকে একজন মদ বিক্রেতা সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় তিনটি মোটর বাইক। পাশাপাশি অভিযানে পুলিশ ৫০ লিটার দেশি মদ এবং কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানান এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। তিনি জানান, শারদ উৎসবকে সামনে রেখে এই ধরনের অভিযান আগামী দিনেও সংঘটিত করা হবে।
উল্লেখ্য এনসিসি থানার নাকের ডগায় অবস্থিত গোলা বস্তিতে নেশা কারবারের রমরমা। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসের ৫ তারিখ পুলিশ গোয়ালা বস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। সেবার গোয়ালাবস্তি থেকে পাঁচটি মোটর বাইক উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গত ১০ দিনে গোয়ালা বস্তি এলাকা থেকে মোট ১২জন নেশা কারবারিকে আটক করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ