আগরতলা, ২ আগস্ট : হিন্দু ধর্ম এবং জাতিকে রক্ষা করতে হলে রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে সকল হিন্দুদের এক হতে হবে। শনিবার সনাতলী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে হিন্দুদের প্রতি এই আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস।
সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল শনিবার। এই উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তাপস মজুমদার, জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ স্বামী ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আজ থেকে এক বছর আগে তাপস মজুমদার সনাতন হিন্দু সেনা সংগঠন গঠন করেছিলেন। এর উদ্দেশ্য, নিজ ধর্মের প্রতি অচেতন এবং উদাসীন হিন্দু সমাজকে জাগ্রত করে তোলা। হিন্দু সমাজের উপর বিভিন্ন দিক থেকে যে আক্রোশ মূলক আক্রমণ হচ্ছে তার হাত থেকে সমাজকে রক্ষা করা, লাভ জেহাদিদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা ।সনাতনী হিন্দু সেনার সকল সদস্য সদস্যাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন ,এই স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছেন ।মূলত ঈশ্বরের কাজই তারা করছেন।
এদিন মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন ,অস্তিত্ব রক্ষার তাগিদে আজকে সকল হিন্দুদের এক হতে হবে। এছাড়া অন্য কোন পথ নেই। এই প্রসঙ্গে ইহুদিদের মানসিকতা তুলে ধরে মন্ত্রী জানান, ৯০ লক্ষের দেশ হয়েও ইজরায়েল আজ বড় বড় রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে। কারণ তা না হলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যাবে। ইহুদি জাতির অস্তিত্ব রক্ষার জন্যই তারা যুদ্ধে নেমেছে। তারা তাদের ধর্মের প্রতি নিষ্ঠাবান ।তাই একত্রিত হয়ে তারা যুদ্ধ করছে ।সেখানে কোন রাজনীতির বালাই নেই বলে জানান মুখমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় আমাদের ।হিন্দু সমাজের মধ্যে রাজনীতি চলে আসে। কংগ্রেস ,সিপিএম ,বিজেপি চলে আসে ।এগুলি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
এই আলোচনায় বক্তব্য রাখেন সনাতনী হিন্দু সেনা সংগঠনের রাজ্য সভাপতি তাপস মজুমদার ।তিনি সংগঠনের কর্মী সমর্থকদের হিন্দু সমাজকে রক্ষা করার কাজে আরো সঙ্ঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ