Advertisement

Responsive Advertisement

মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়কে স্বাগত জানালো প্রদেশ বিজেপি


আগরতলা, ২ আগস্ট : মালেগাও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞাসহ ৭ অভিযুক্ত মুক্তি পাওয়ায় আনন্দিত প্রদেশ বিজেপি ।আদালতের এই রায়কে প্রদেশ বিজেপি স্বাগত জানিয়েছে ।শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানিয়েছেন। 
মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞাসহ ৭ অভিযুক্তকেই মুক্তি দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত সাতজনকে বেকসুর খালাস ঘোষণা করেছে ।সংশ্লিষ্ট মামলা থেকেও তাদের নিষ্কৃতি দিয়েছে আদালত। মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতের এই রায়ে আনন্দিত প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। শনিবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানান ।তিনি জানান ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালিগাঁওয়ে এই বিস্ফোরণ হয় ।এই মামলায় মোট সাতজন অভিযুক্ত ছিলেন ।এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত। ১৭ বছর ধরে এই মামলা চলছিল। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার রায়ে সব অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত।তিনি বলেন, আদালতের এই রায়ে এক কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত অভিযোগ করে বলেন ,মূলত ভোট ব্যাংকের রাজনীতির কথা মাথায় রেখেই কংগ্রেস দল এই অভিযোগ করেছিল। কিন্তু এর পর্যাপ্ত কোন প্রমাণ আদালত পায়নি। যে মোটরসাইকেল ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মোটরসাইকেলেই যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ