আগরতলা, ২ আগস্ট : বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যা গুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে মানব পাচার। মূলত সচেতনতার অভাবে একশ্রেণীর দালাল চক্র আন্তর্জাতিক স্তরে এই পাচারকার চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে শনিবার দক্ষিণ জেলা ভিত্তিক মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিলোনিয় সার্কিট হাউসে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজাদ, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের সহ-সভাধিপতি তপন দেবনাথ, চেয়ারপার্সন রূপক মজুমদার নিখিল গোপ, ডঃ শ্রীলেখা রায় প্রমুখ। চেয়ারপার্সন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, এন.কে. ঝা, সহকারী কমান্ডান্ট, ৪৩ নম্বর বিএসএফ ব্যাটালিযান, ভাট এবং সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের সদস্যরা। সচেতনতা মূলক প্রয়াস যদি একটি জীবনকেও পাচারের ছোবল থেকে রক্ষা করতে পারে, সেটাই হবে প্রকৃত সার্থকতা বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
0 মন্তব্যসমূহ