Advertisement

Responsive Advertisement

রাজ্যে ৪৫টি ইভি চার্জিং স্টেশন স্থাপন করবে বিদ্যুৎ দপ্তর: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট: ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর রাজ্যজুড়ে ৪৫টি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, আসন্ন দুর্গাপূজার আগেই সমস্ত বকেয়া সাব-স্টেশন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, রাজ্যের রেলওয়ে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই তা রেলওয়ে বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। 
আজ নর্থ-ইস্ট পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ৩৩ কেভি দুর্গা চৌমুহানী সাব-স্টেশন উদ্বোধনের পর তিনি এই কথা বলেন। 
এই প্রকল্পে মোট ৯ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে, যার ফলে প্রায় ১০,৯৪৫ জন ভোক্তা উপকৃত হবেন।
রতন লাল নাথ বলেন গ্যাসের পরিমাণ সীমিত এবং একদিন তা শেষ হয়ে যাবে। কিন্তু সৌরশক্তি ও বায়ুশক্তি সবসময় থাকবে। তাই আমরা সৌরশক্তির ওপর নির্ভর করছি, যাতে বেশি বিদ্যুৎ উৎপাদন করে রাজস্ব আয় করা যায়। আমাদের সরকার আসার পর থেকে বিনামূল্যে রেশন, পানীয় জল ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের স্লোগান— সবকা সাথ, সবকা বিকাশ।
মন্ত্রী আরও জানান, অনুমতি ছাড়া বেশি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে লোড বেড়ে যায়, যা ট্রান্সফরমারের ক্ষতি এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণ হতে পারে। এই ধরনের সমস্যায় জনগণের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎ খাতের উন্নয়নে নতুন প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন হুক লাইন সনাক্ত ও বিদ্যুৎ সংযোগ মেরামতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করেই কাজ করা যায়। প্রকৃত ভোক্তাদের জন্য স্মার্ট মিটার বসানো হচ্ছে, যাতে লোড ক্যাপাসিটি জানা যায় এবং বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে টি এস ই সি এল-এ মেরামতের বার্তা পৌঁছায়। এখন পর্যন্ত ৯৬ হাজার গ্রাহক স্বেচ্ছায় স্মার্ট মিটার বসিয়েছেন।
তিনি জানান, পিএম-কুসুম প্রকল্পের আওতায় নিবন্ধিত ১৫ হাজারের মধ্যে এখন পর্যন্ত ৬৯৪ জন গ্রাহক সৌরবিদ্যুৎ ইউনিট স্থাপন করেছেন, যা থেকে ২ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গোমতী জেলায় আরও ১৫ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মহারানির অকেজো মাইক্রো-হাইডেল প্রকল্প পুনরায় চালু করে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ধলাই জেলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাম্প স্টোরেজ প্রকল্প নেওয়া হচ্ছে।
মন্ত্রী কর্মকর্তাদের দুর্গাপূজার আগে সকল অসমাপ্ত সাব-স্টেশন কাজ শেষ করার নির্দেশ দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস পাল, দুর্গা চৌমুহানী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানভানু প্রতাপ লোধি, টি পি টি এল-এর জেনারেল ম্যানেজার (ট্রান্সমিশন) রঞ্জন দেববর্মা, পাওয়ার গ্রিডের চিফ জেনারেল ম্যানেজার এস কে পালসহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ