আগরতলা, ১১ আগস্ট : ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ রাশিয়ার মাউন্ট এলব্রুসে পাড়ি জমালেন রাজ্যের মেয়ে প্রিয়াঙ্কা।সোমবার আগরতলা প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
ইউরোপের ককেসাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস ।এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫হাজার ৬৪২মিটার। রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তের ঠিক উত্তরে এই পর্বতমালা অবস্থিত। ককেশাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে পাড়ি জমিয়েছেন রাজ্যের এক মেয়ে, তার নাম প্রিয়াঙ্কা দেব।সোমবার আগরতলা প্রেসক্লাবের তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা তার পর্বত আরোহণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জানান, ছোটবেলা থেকেই প্রকৃতি এবং পর্বতমালা তাকে বিশেষভাবে আকৃষ্ট করতো। ২০২৩ সাল থেকে দেশের বিভিন্ন ছোট ছোট পর্বত শৃঙ্গ আরোহন করেন তিনি। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পেও তিনি গিয়ে ছিলেন। এর থেকে পর্বতারোহনের জন্য বিশেষ উৎসাহ পান তিনি ।এদিন প্রিয়াংকা দেব জানান ,গত ৩ আগস্ট তিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন। তার সাথে একজন নেপালি গাইড ছিলেন। এই নেপালি গাইডের সহযোগিতায় তিনি এই কাজে সফল হন। এদিন সাংবাদিক সম্মেলনে পর্বতারোহী প্রিয়াঙ্কা দেব জানান, মাউন্ট এলব্রুসের বেস ক্যাম্প থেকে ২ আগস্ট রাশিয়ান সময় রাত বারোটায় রওয়ানা দেন তিনি।রাশিয়ান সময় পরদিন সকাল ছয়টায় পর্বত শৃঙ্গে পদার্পণ করেন তিনি।
পর্বতারোহী প্রিয়াঙ্কা দেব আরো জানান ,ভবিষ্যতে আরও বড় পর্বত শৃঙ্গ জয় করতে চান তিনি।তবে এর আগে পর্বতারোহনের জন্য বিশেষ প্রশিক্ষণ নেবেন তিনি।
0 মন্তব্যসমূহ