আগরতলা, ১১ আগস্ট: ফায়ার সার্ভিস দপ্তরে নতুন করে নিয়োগের দাবীতে চাকরি প্রত্যাশীদের অন্দোলন অব্যাহত রয়েছে। দ্রুত নিয়োগের দাবীতে সোমবার আবার বিক্ষোভ দেখালেন যুবকরা। এদিন তারা ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের সঙ্গে দেখা করে কথা বলেন। কি কারনে তাদের নিয়োগ প্রক্রিয়া দেরী হচ্ছে, কেনই বা এত দেরি হচ্ছে! ইত্যাদি প্রশ্ন ছুড়ে দেন তারা। বলতে গেলে কিছুটা রুক্ষভাবে প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রীকে কোন ভাষায় বললে আমাদের কথা গুলো বুঝবেন! সেই সঙ্গে বেকার যুবকরা দাবি করেন অতিসত্বর যেন তাদের নিয়োগ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফায়ার সার্ভিসের চাকরি পাওয়ার আশায় বসে থাকা বেকার যুবকরা তাদের দুঃখের কথা একদিকে যেমন তুলে ধরেন পাশাপাশি তাদের ক্ষোভও জানান। অনেকের বক্তব্য দেরি করার ফলে বহু চাকরি প্রত্যাশীর বয়স সীমা পেরিয়ে যাচ্ছে। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে এবং দ্রুত চাকরিতে নিয়োগ করে।
এই প্রসঙ্গে উল্লেখ কর যে চাকরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে তারা নানা কর্মসূচি করে আসছে। এখন দেখার বিষয় সরকার কবে তাদের আহ্বানে সাড়া দিয়ে চাকরিতে নিয়োগ করে।
0 মন্তব্যসমূহ