আগরতলা, ২৮ আগস্ট: কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আলোকে ত্রিপুরা রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ডের পক্ষ থেকে এভারেইন গ্লোবাল সার্ভিসেস-কে ২০৩০ সাল পর্যন্ত রাজ্যের স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে ২৬ আগস্ট, ২০২৫ তারিখে ধলাই জেলার আমবাসা এফডিএ কনফারেন্স হলে এক জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। ধলাই জেলা বন দপ্তরের সহযোগিতায় এভারেইন গ্লোবাল সার্ভিসেস এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমালি দেববর্মা, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, আমবাসা।
কর্মশালার সফল আয়োজন সম্ভব হয়েছে ধলাই জেলা বন দপ্তরের সক্রিয় ভূমিকা এবং এভারেইন গ্লোবাল সার্ভিসেস-এর শাবর্ণী রায় চৌধুরী ও ড. সাভি শেন্ডে-র নিরলস প্রচেষ্টার মাধ্যমে। অনুষ্ঠানে বন, কৃষি, উদ্যানপালন, মৎস্য, পর্যটন, ত্রাইবাল ওয়েলফেয়ার, গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পর্যায়ের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজ্যের জীববৈচিত্র্য সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ, স্থানীয় স্তরে সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি, এবং বিভিন্ন দপ্তরের প্রকল্পসমূহকে জাতীয় জীববৈচিত্র্য লক্ষ্য-এর সাথে সমন্বয় সাধনের উপর বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ত্রিপুরার প্রেক্ষাপটে টেকসই জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এই কর্মশালার মাধ্যমে রাজ্যে একটি সমন্বিত ও কার্যকর জীববৈচিত্র্য কর্মপরিকল্পনা ২০৩০ প্রণয়নের পথ আরও সুদৃঢ় হলো।
0 মন্তব্যসমূহ